এরশাদ একালের সেরা অভিনয় শিল্পী,তাকে জাতীয় পুরুষ্কার দেওয়া হোক,প্লিজ সবাই মিলে হাত তালি দিন
লিখেছেন লিখেছেন মিষ্টার আলিফ ৩০ মার্চ, ২০১৩, ১১:২৬:২৪ সকাল
বাংলাদেশের রাজনীতিতে এরশাদ ছিল রাষ্ট্রপতি,স্বৈরশাসক এমনকি বহুরুপি চরিত্রের অধিকারী। তার কথার আস্তা রাখতে পারে এমন লোক পাওয়া দুষ্কর। তিনি সকাল বেলায় যা বলেন দ্বিপ্রহরের খাওবারের পর তা মনে রাখেন না। আবার বিকেল বেলায় যা মুখ থেকে বের করেন তা সন্ধ্যায় বেমালুম ভুলে যান। যাই হোক আমাদের প্রাণপ্রিয় এরশাদ কাকু অভিনেতা হিসেবে বেশ ভাল । তিনি অভিনয় করলে বেশ ভাল নাম-দাম কামাতে পারতেন। তারপরেও রাজনীতিতে যেভাবে তিনি দক্ষ অভিনয় শিল্পীর মত প্রতিভার স্বাক্ষর রাখছেন এতে তিনি জাতীয় চলচ্ছিত্র পুরুষ্কার পাওয়ার যোগ্য। এরশাদ কাকুর সর্বকালের সব মন্ত্যবে কারনে উনি নিশ্চিত পুরুষ্কার পাওয়ার একমাত্র দাবিদার । উনি যেহেতু উনার দাবি করতে লজ্জা পাবে তাই আসুন সবাই মিলে একসাথে একসুরে আওয়াজ তুলি- তুখোড় রাজনীতিবিদ এরশাদ কাকুকে জাতীয় চলচিত্র পুরুষ্কার দিতে হবে।
বিষয়: বিবিধ
৮৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন